কবিতা। । আর জি কর
কাশীনাথ সাহা
প্রতিবাদ আজ পথে প্রান্তরে
লক্ষ কণ্ঠে একই স্বর
অভয়ার বিচার চেয়ে
গর্জে ওঠে আর জি কর।
কে কোন দল কোন সে ঝান্ডা
ভুলে রাজপথে মিলিত স্বর
অলি গলি রাজপথ জুড়ে
প্রবল প্লাবন আর জি কর।
রক্তস্রোতে দামামা বাজে
জনপ্লাবনে ছেড়েছি ঘর
বুকের পাঁজরে অস্ত্র বানিয়ে
যুদ্ধে নেমেছে আর জি কর।
শাসক যখন চক্রান্তে
আড়াল করে বংশধর
তখনই তো প্রতিরোধে স্থির
বিচার চাইছে আর জি কর।
শিরদাঁড়াহীন স্তাবক তুমি
তোমার নেই কণ্ঠস্বর
তোমাকে ছাড়াই উজ্জীবিত
লক্ষ কণ্ঠে আর জি কর।
আমরা যাঁরা নেহাত শুধুই
গনতান্ত্রিক দিন প্রহর
পথে প্রান্তরে আমারও আজ
বিচার চাই আর জি কর।
শাসক যতোই নির্দেশ বলে
থামিয়ে দেয় বাহির ঘর
প্রতিবাদ ততোই সোচ্চার হয়ে
কাঁপন ছড়ায় আর জি কর।
দেউলিয়া এই সমাজেই আজ
বরাভয় হয়ে পরস্পর
হাতে হাত রেখে মশাল জ্বালিয়ে
প্রতিবাদে স্থির আর জি কর।
জনতা যখন প্লাবন হয়
সমুদ্র স্রোতে প্রবল স্বর
রাজদন্ড খড়কুটো হয়
বুঝিয়ে দিচ্ছে আর জি কর।
এই প্রতিবাদ অবিশ্রান্ত
চলবেই রাত্রি তিন প্রহর
কে থামাবে এই সংগ্রাম
লক্ষ কণ্ঠের আর জি কর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন