মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

গণতন্ত্র ।। কাশীনাথ সাহা ।। We want justice.

কবিতা

 গণতন্ত্র 

কাশীনাথ সাহা 



অনেক কথা বলবো ভাবি, সব কথা কি বলতে পারি 

মাথার উপর বসে আছেন গণতান্ত্রিক ক্ষমতাধারী!

প্রজাতন্ত্র বলে আমরা দু'হাতে যতোই ঝান্ডা তুলি

কিন্তু তবুও তেমনই নাচি তিনি যেমন বাজান তালি!

তিনি বললেন মিছিলে হাঁটো, বলতে পারি হাঁটবো কেন?

আসলে সবাই ক্রীতদাস, মানো কিংবা নাই বা মানো।

তিনি বললেন রবিবারের মধ্যে দোষীর ফাঁসি চাই।

কিন্তু তাঁকে কে বোঝাবে, তাই তো দেখি নাটক-টাই।

নির্যাতিতার ফাঁসি চাই, তাঁর কণ্ঠে যেই শুনি

বিস্ময়ে থমকে গেলেও, হাত তুলে দি দুই খানি!

সারে জাঁহাসে নজরুলের, সেদিনও ছিলাম চুপ করে 

ভুল খানি তার শুধরে দিয়ে কে যেতে চায় শ্রীঘরে?

এস এস সি বন্ধ কেন, ডি এ কেন পাচ্ছি না

এসব প্রশ্ন তোলা মানেই, আবারও নরক যন্ত্রণা! 

তারচেয়ে তো ভালোই আছি, গনতন্ত্রের গাইছি গান

শিরদাঁড়াহীন মহামানব, সব মঞ্চে -ই পাচ্ছি স্থান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...