প্রভাতী শুভেচ্ছার পদ্য
সায়ন্তনী || কাশীনাথ সাহা
তোমাকে দেখেছি আমি সিন্ধু নদী তীরে
ছুঁয়েছি তোমার হাত অদৃশ্য বন্দরে।
সূর্য জাগার ক্ষণে পল্লবীত তোমার গান
ক্লান্তিহীন নাবিকের উজানে শুনেছি আহ্বান।
জলরঙ ক্যানভাসে ছুঁয়ে থাকে তোমার হৃদয়
ধরেছি বিশ্বস্ত হাত, কক্ষনো ছিল না সংশয়!
শালবনের আড়ালে থেকেও তোমার অনুচ্চ ধ্বনি
অগণন কবিতার স্রোতেও তুমি ভিন্ন সায়ন্তনী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন