বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

তোমার জন্য স্বাধীনতা // কাশীনাথ সাহা // কবিতা // Kashinath Saha

স্বাধীনতা দিবসে


তোমার জন্য স্বাধীনতা 

কাশীনাথ সাহা 



স্বাধীনতা তোমার জন্য দু'চোখ জুড়ে স্বপ্ন দেখি

তোমার জন্য স্বাধীনতা ভালবাসা সাজিয়ে রাখি।

ইচ্ছে হয় তোমার জন্য দু'হাত তুলে আকাশ ছুঁতে 

আসবে বলে তোমার জন্য আসন পিঁড়ি রাখি পেতে।

তোমার জন্য বুকের রক্ত দিয়েছিলাম আঁজলা ভরে

তোমার জন্য অরন্ধন গণসংগীত ঘরে ঘরে। 

বোনের ছেঁড়া শরীর নিয়ে মাতলো ওরা উর্দিধারী

স্বাধীনতা তোমার জন্য আমরা সব সইতে পারি।

দিতে পারি প্রিয় নারী,পিতার দেহ,মায়ের চিতা

তোমার জন্য দিতে পারি শুদ্ধশীল এই মগ্নতা। 

স্বাধীনতা তোমার জন্য বুকের পাঁজর খুলে খুলে 

ছুঁড়তে পারি অগ্নিশিখায়,আগুন হয়ে জ্বলবো বলে।

দিতে পারি নদী শহর,সোঁদা মাটি সোনালী ধান

বুকের ভিতর জমিয়ে রাখা কৈশোরের হারনো গান।

তোমার জন্য অশ্রু হাসি, পুজোর গন্ধ, প্রতিবেশী 

সবকিছুই ছুঁড়ে ফেলে দহন মন্ত্র ভালোবাসি।

ভালোবাসি নিঃস্ব হতে, উজাড় হতে,ধ্বংস হতে

এক সহস্র জীবন ছুঁড়ে একটুকরো চিতায় শুতে।

স্বাধীনতা তোমার জন্য মায়ের অশ্রু আজও ঝরে

তোমার জন্য শহীদ জননী একাকী কাঁদে অন্ধকারে।

তোমার জন্য দগ্ধ হৃদয় এখনো আছে জ্যোতির্ময়

অবলীলায় তুচ্ছ করি তোমার জন্য মৃত্যুভয়।

তোমার জন্য নদীর চর সুবিস্তৃত গহীন বন

স্বাধীনতা তোমার জন্য লক্ষ জীবন সমর্পণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...