শান্ত হও বাংলাদেশ
সুমন ঘোষ
শান্ত হও বাংলাদেশ
নিজের ভূগোল ইতিহাস ভুলো না
মনে হতেই পারে তোমার
বলতেই পারো, দূর হটো তুমি, আমরা হাসি না
তাই বলে কি আগুন জ্বালাবে
আগুনে যে পোড়া পোড়া গন্ধ
তার অসহ্য যন্ত্রণা!
না হেসো আর কোনদিন
তাই বলে কাঁদবে মানুষ
বরং গম্ভীর হও দেশের কথা ভাবো।
হাসি না মানে কান্না নয়
বাংলাদেশ মানে শস্য শ্যামলা
সে দেশে কিনি ফসল ফলে
সব ছেড়ে আগুনে যা মিললো
সেটা নয় কি ছোলা-কলা!
শান্ত হও বাংলাদেশ
নিজের ভূগোল ইতিহাস ভুলো না
যে ছেলেটি আজ রাজপথে
কাল সে হবে বাবা
ইতিহাস পড়তে গিয়ে প্রশ্নের যত থাবা
উত্তর দেবে কী?
চোখের দেখা যত কথা বলবে অজানা
ছেলের কাছে ধরা পড়া!
চোখের জলেও ফেনা
শান্ত হও বাংলাদেশ
নিজের ভূগোল ইতিহাস ভুলো না
বীরত্ব রচনা করো, বীরদের ভুলো না
অন্ধত্ব এক জিনিস, এক চোখ মানে কানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন