কফিহাউসের চারপাশে পত্রিকার সম্বর্ধনা অনুষ্ঠান
গত ৩০ মে কলকাতার নির্মল ভবনে অনুষ্ঠিত হল। ' কফিহাউসের চারপাশে ' পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত হল জঙ্গীপুর মানব শিক্ষা রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের ১৬ তম সমাবর্তন অনুষ্ঠান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কবি দেবাঞ্জন চক্রবর্তী ।প্রধান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহিত্যিক সুদীপ ঘোষ ও বাংলাদেশের উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা ।
এই সমাবর্তন অনুষ্ঠানে সম্বর্ধিত হলেন ফ্রান্সের সেখ আমীরুল আব্রাহাম, বাঙলাদেশের ড.অনাথবন্ধু মল্লিক
( সন্দীপক) , সবুজকুমার পাল দীপক , শ্যামল কুমার চৌধুরী, লুৎফুন্নেসা ( লিন্ডা ) আমিন ও পশ্চিমবঙ্গের দেবব্রত দত্ত ।
অনুষ্ঠানে ' কফিহাউসের চারপাশে ' পত্রিকার বুদ্ধপূর্ণিমা সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় । কবিতা পাঠে অংশ নেন দেবাঞ্জন চক্রবর্তী, নীলাঞ্জন কুমার, দেবাশিস লাহা , মৃণালকান্তি সাহা , বিধানেন্দু পুররকাইত প্রমুখ বিশিষ্ট কবি । অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার সহ সম্পাদক স্বপ্নাঞ্জন গোস্বামী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন