কবিতা
সেরা ধন
অঞ্জনা ভট্টাচার্য্য
জলে জল ঢেলে
নীচে নেমে যাই
হা - ভাতেদের ভাগাড়ে
পাতি পাতি করে ধন খুঁজি
ঝোলা ভরে যায়
ফিরে আসি শব্দ মাঝির নৌকোতে।
আহ্লাদে মুখের বলিরেখা উধাও
সবচেয়ে সেরা ধন পেয়েছি
কত কত জীবন - কবিতা লেখা হবে ।
স্নেহ ,মায়া,মমতা,ভালোবাসা
আন্তরিকতার কলস ভরে ফিরেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন