কবিতা
ব্যর্থতা
অরিন্দম চট্টোপাধ্যায়
জীবন জুড়ে শুনে গেলাম
শুধু ব্যর্থতা আর ব্যর্থতা
সেই বাল্যকালে গৃহশিক্ষক
কতোবার শিখিয়েছিল
লাঠি আর বাঁদরের ওঠা নামার অঙ্ক
আর ততবার একই ভুল করে গেছি
কতোদিন ঠিক মতন ট্রান্সলেশন করতে পারিনি
বলে বাবার কাছে শুনেছি যে
আমার দ্বারা কিছু হবে না
যখন ত্রিকোণমিতি শিখতে শুরু করলাম
কোনদিন আমি সাইন সিক্সটির
মানও ঠিক মনে করতে পারি নি
বার বার ভুল হয়ে যেত....
আর শুনতে হত যে আমার দ্বারা
বিজ্ঞান পড়া হবে না
অনার্স ক্লাসে যখন এলাম
তখন ঠিকমতন ক্লাসিফিকেশন
মনে না রাখতে পাড়ার জন্য
শিক্ষক মহাশয়ের কাছে
শুনেছিলাম যে অনার্স হবে না
বার বার ব্যর্থ হয়ে গেছি
পরবর্তীতে অক্ষর আর শব্দ সাজানো
সাদা কাগজের ওপর শিখে লেখা শুরু করলাম
তখনও কতোজন প্রথম কয়েকটা লাইন
পড়ার পর লেখাটা সরিয়ে রাখত
কপালের ভাঁজ ফেলে ফেলে
মুখটা ভারি হয়ে যেত
কেমন যেন নিরুৎসাহ হয়ে
শূন্য আকাশ দেখতে থাকতাম
বাস্তবিকই বার বার ব্যর্থই হয়ে গেছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন