বুধবার, ৮ মে, ২০২৪

কিছু বই কিছু কথা - ৩১৮ ঐতিহাসিক মূল্য অপরিসীম নীলাঞ্জন কুমার মহেশ। গল্পের কাব্যরূপ ।‌গল্প লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।‌ কাহিনি কাব্য লেখক : অমিয় পালিত, Mahesh

 কিছু বই কিছু কথা - ৩১৮

ঐতিহাসিক মূল্য অপরিসীম

                           নীলাঞ্জন কুমার


মহেশ। গল্পের কাব্যরূপ ।‌গল্প লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।‌ কাহিনি কাব্য লেখক : অমিয় পালিত। কবিতা এখন , সন্দাইল, বরুন্দা হাওড়া  থেকে প্রকাশিত ।
মূল্য: কুড়ি টাকা ।





শরৎচন্দ্রের মহেশ গল্প  কে না পড়েছে।‌ বিপুল জনপ্রিয় মর্মস্পর্শী এ কাহিনির ভেতর যে বাস্তবতা, তা আজো আমরা প্রত্যক্ষ করি ।‌ সেই ছোট্ট গল্পটিকে  নিয়ে  হাওড়ার অমিয় পালিত সম্ভবত ১৯৭৫ সালে  কাহিনি কাব্যকথা রচনা করেন ( প্রকাশিত জানুয়ারী, ২০২৩) । ক্ষীণতনু পুস্তিকার উদ্যোক্তা চিত্ত সাহুর ভূমিকায় জানা যায় ।
‌‌‌‌‌   ‌‌‌‌‌      অমিয় ‌পালিতের লেখার অনেক ত্রুটি সংশোধন করেন প্রর্তক্য  পত্রিকার  সম্পাদক ও কাব্য বিদগ্ধ অশোক রায় । তাঁকে ধন্যবাদ কারণ তিনি পাঠকের কাছে কিছুটা হলেও লেখাটি উপযুক্ত করেছেন।‌
            অক্ষরবৃত্তে ও চারণ ছন্দে লেখা‌ এই কাহিনি কাব্যে
লেখক কাব্যের থেকে গল্পে জোর দিয়েছেন  বেশি। তাই কাব্যের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হয় ।
          এই লেখাটির কাব্য  সে অবস্থানে‌ না পৌছোলেও গ্রন্থের ইতিহাস মূল্য  আছে। হাওড়া জেলার এক প্রত্যন্ত এলাকা থেকে এক অনিয়মিত লিটল ম্যাগাজিনের এই উদ্যোগ প্রশংসনীয় । পুস্তিকার পারিপাট্য ও প্রচ্ছদ খুবই
অপাঙক্তেয়। তবু সার্বিক অর্থে পুস্তিকার সাফল্য  কামনা করি ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...