স্থায়ী বিষন্ন রাত
মহ:মহসিন হাবিব
বিষন্ন রাত বলে কিছু হয়না
কে বললো!
ভরদুপুরে বিষন্নতার মিছিল
ভিড় করে মিনারের চত্বরে
আর ইট গুলো
ফোঁটা ফোঁটা করে
জমায় বিষন্ন বাষ্প
ঘিরে ধরে তাপ প্রবাহের সূর্য্যকে
একটু একটু করে
কমে যায় জীবনের আলো
তৈরি হয় প্রিয়ার মনে
সুতোহীন নকশিকাঁথা
তার নিচে থাকে স্থায়ী বিষন্ন রাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন