'সূচনা' গ্রুপের বর্ষবরণ অনুষ্ঠান,
দিপালী মাইতি, কলকাতা
২৫ এপ্রিল সন্ধ্যায় কলকাতার শিয়ালদহের কৃষ্ণচন্দ্র মেমোরিয়াল সভাঘরে অনুষ্ঠিত হল ' সূচনা' গ্রুপের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও লেখক বিশ্বরূপ মুখোপাধ্যায়, অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন কবি কমল দে সিকদার , বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন কবি সমালোচক নীলাঞ্জন
কুমার, কবি ও শিল্পী শ্যামল জানা , কবি গল্পকার তাপস সাহা ।
অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন সূচনা র সম্পাদক কবি নিপা চক্রবর্তী । সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মুকুল চক্রবর্তী।
কবিতা পাঠে অংশ নেন কমল দে সিকদার, শ্যামল জানা, নীলাঞ্জন কুমার, তাপস সাহা, অরূপ পান্তি, ভারতী বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জীব হালদার , আবদুল কাইউম, মানস মুখোপাধ্যায়, কেতকী বসু, সব্যসাচী মল্লিক প্রমুখ। অসাধারণ আতিথেয়তা ও. প্রাণভরা ভালোবাসায় উজ্জ্বল হয়ে উঠেছিল এই সন্ধ্যা । সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কবি তপতী চট্টোপাধ্যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন