বুধবার, ৮ মে, ২০২৪

যশোর রোড ।। অরিন্দম চট্টোপাধ্যায়, Arindam Chattopadhyay

যশোর রোড

অরিন্দম চট্টোপাধ্যায় 



ছায়াঘেরা যশোর রোড

দুপাশ থেকে বেড়ে ওঠা গাছ

একেকটা মহীরুহ 

তাদের ডাল পালা যেন আকাশ ছোঁয়

আকাশ থেকে নুইয়ে পড়া 

গাছের ডাল অন্ধকার ঘনায়

সমস্ত পথ জুড়ে...

কখনও একটা সুরঙ্গ পথ হয়ে  যায়

মনে হয় যেন কোন এক অসীমের দিকে

চলে যাওয়া পথরেখা

কোন উত্তাপ নেই

ছায়া শীতল পথ 

যেন আবহমান কাল জুড়ে

শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাওয়া

পথ জুড়ে ছড়ানো সভ্যতা

কত যে ইতিহাস জড়ানো গল্পকথা

আর কতো যে হারিয়ে যাওয়া স্মৃতিকথা

তবুও এই পথের ভেতরই যেন জুড়ে আছে

না ভাঙা কোন ভূমিখণ্ডের দৃশ্যকথা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...