শব্দব্রাউজ- ১০৯৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1093, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৯৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২৪. ৩.২৪. তারিখ দুপুর বারোটা দশ ।
শব্দসূত্র: বাঁধন ছিঁড়ে আয়
বাঁধন ছেঁড়ার গানে
এই যে আমি
উন্মনা মন প্রাণে
তুমি তুমি।
আয় আয় আয়
বাঁধন ছিঁড়ে আয়
সময় বয়ে যায় ।
আবির আবির মন
সঙ্গে সারাক্ষণ ।
সমৃদ্ধ হলাম
উত্তরমুছুন