শব্দব্রাউজ- ১০৯০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1090, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৯০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২০.৩.২৪. তারিখে সকাল আটটা।
শব্দসূত্র: শব্দব্রহ্ম জাগিয়ে তোলে
শব্দ সোহাগ পেলে
ছাড়তেই পারে না।
সে কবিতার জন্য
জোগান দেয়
প্রিয় শব্দ।k
সে স্বপ্নে
বলে দিয়ে যায়
প্রিয়তার সংজ্ঞা।
জেগে উঠে তাকে সাজাই
অক্ষরে অক্ষরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন