শাদ্বল-উন্মুখ-শব্দমাঝি পত্রিকার নববর্ষ বৈঠক, সংস্কৃতি সংবাদ
দিপালী মাইতি
কোচবিহার ১৪ এপ্রিল, ২০২৪ ।। কোচবিহার স্টুডেন্টস' হেলথ হোমের সভাকক্ষে ১৪ এপ্রিল, ২০২৪ অনুষ্ঠিত হল' শাদ্বল-উন্মুখ-শব্দমাঝি' একত্রে এই তিনটি পত্রিকার নববর্ষ বৈঠক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ও স্বাগত ভাষণ রাখেন কবি আব্দুল মতিন আমেদ মহাশয়। গুণীজন বরণ অনুষ্ঠানে কবি নীলাঞ্জন কুমার, কবি গৌরাঙ্গ সিনহা, কবি শ্যামলেন্দ্র চক্রবর্তী ও কবি সুবীর সরকারকে অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেন কবি বিকাশ চক্রবর্তী, কবি শিউলি চক্রবর্তী ও সঙ্গীত শিল্পী রিমি বণিক। ' উন্মুখ' পত্রিকার সম্পাদক ও' শাদ্বল',' শব্দমাঝি',' শব্দনগর' ,' গুরুজী' ,' উত্তাপ' ,' ধা' পত্রিকার প্রধান উপদেষ্টা কবি, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক নীলাঞ্জন কুমারের সাহিত্য জীবনের পঞ্চাশ বর্ষে তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক ও মানপত্র। কবি নীলাঞ্জন কুমারকে নিয়ে আমরা শুনি কবি সুবীর সরকার ও' শব্দমাঝি'র সম্পাদক কবি হাবিবুর রহমানের ব্যক্তিঅভিজ্ঞতা, শুনি কবি নীলাঞ্জন কুমারের মুখে তাঁর পঞ্চাশ বছরের সাহিত্যজীবনের অভিজ্ঞতার কথা । সঙ্গীত শিল্পী রিমি বণিকের পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত ও কবি নাট্যকার কিশোর চক্রবর্তী, শিল্পী রাগেশ্রী চক্রবর্তী, শিল্পী জয়া সরকার ও আভিরী ভট্টাচার্যের গান ও বাচিক শিল্পী সুমন চক্রবর্তী, নির্মল দে ও অঞ্জনা ভট্টাচার্য্যের অবৃত্তি অনুষ্ঠানটিকে সুনন্দিত করে তোলে। মুগ্ধ কবিতার উচ্চারণে মাতিয়ে দেন আব্দুল মতিন আমেদ, গৌরাঙ্গ সিনহা, শ্যামলেন্দ্র চক্রবর্তী, সুবীর সরকার, নীলাঞ্জন কুমার, প্রহ্লাদ ভৌমিক, কিশোর নাথ চক্রবর্তী, শিপ্রা বিষ্ণু, যতীন বর্মা, হাবিবুর রহমান, প্রাণেশ পাল, অঞ্জনা ভট্টাচার্য, শিউলি চক্রবর্তী, সঞ্জয় সোম, বিকাশ চক্রবর্তী, মানস চক্রবর্তী, আজিজুল হক, বিদ্যুৎ পাল, অশোক কুমার ঠাকুর, শৈলেন দাস, মনামী সরকার, রাজা পাল চৌধুরী, সান্ত্বনা রায়, সঙ্গীতা সেনগুপ্ত, নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য প্রমুখ কবিবৃন্দ। সঙ্গীতে সঙ্গত করেন তবলা শিল্পী দুলু দাস ও তপন বসাক। অনুষ্ঠানে কবি মনিমা মজুমদার ও কবি জয় দাস, গল্পকার সুনীল সাহা ও জয়দেব সাহাও উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শাদ্বলের সম্পাদক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য ও কবি প্রাবন্ধিক আব্দুল মতিন আমেদ মহাশয়:
আপ্লুত ও ঋদ্ধ হয়েছি চাঁদের হাটে অনন্য শ্বাস সুরে শ্রোতা অবস্থানে সূযোগে
উত্তরমুছুন'স্বাস' স্থলে 'শব্দ' পড়ুন
মুছুন