শব্দব্রাউজ- ১০৮৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1084, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৮৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড থেকে ২৮.২.২৪. সকাল দশটা পনের ।
শব্দসূত্র : লুকোচুরি শব্দের সঙ্গে
লুকোচুরি অক্ষরের সঙ্গে
লুকোচুরি শব্দের সঙ্গে
লুকোচুরি কথার সঙ্গে
তাতে অভিমান হয় ঝগড়া হয়
রাগ করে ফাগ ফেলি পথে
তবু ছুটে আসি তার কাছে।
এই জীবন এইভাবে
হেসে খেলে কাটিয়ে
এই বেশ।
তার রেশ থেকে যাক
কবিতায়
সুর মুর্ছনায়
গাঢ় কল্পনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন