শব্দব্রাউজ- ১০৮২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1082, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৮২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থাকে ২৬.২.২৪. সময় বিকাল ৪ টা ২০ মিনিট।
শব্দসূত্র: যা ভাবো তুমি
ভাবো তুমি
এ পৃথিবী
রাখবে হাতের মুঠোয়?
সব পদানত হবে
আর
করতে তোমার স্তুতি?
ভাবো তুমি
সব মিথ্যে
গায়ের জোরে
সত্যি বানাবে?
যা ভাবো
তাকে পাগলামো বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন