শব্দব্রাউজ- ১০৮১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1081, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৮১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৭০০১৫৭
থেকে ১৯.২.২০২৪ দুপুর বারোটায়।
শব্দসূত্র: মায়ের ভাষা শুধুই হাসা
মায়ের ভাষায় সেরা খুশি
পান্না চুনি রাশি রাশি
টাটকা তাজা বেশি বেশি ।
ক খ গ ঘ আমার প্রিয়
ঐক্য বাক্য শব্দ দিয়ো
আমার হাসি তোমরা নিও ।
মায়ের ভাষা শুধুই হাসা
একুশ ভরা খুশির নেশা
মনের ভেতর মাতৃভাষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন