শব্দব্রাউজ- ১০৮০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1080, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৮০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৬.২.২৪ দুপুর আড়াইটে
শব্দসূত্র : বাঁধা যে বীণার তা্রে
সম্পর্ক কি ছেঁড়ে?
সে বাঁধা যে বীণার তারে ।
বীণার মুর্ছনার সাত সুর
অতীত বর্তমান ঘোরায় ঘোরায় ।
আমি তুমি সে
সব বিস্ময়ের কাঙাল,
সাত সুর সম্পর্ক
ভেতরে ভেতরে মেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন