শব্দব্রাউজ- ১০৭৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1078, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৭৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৩.২.২৪. সকাল ৭টা৫০মিনিট।
শব্দসূত্র: রক্তে প্রেম তরঙ্গ
প্রেম
রক্তে মনে
যা মুঠোয় ব্রহ্মান্ড
ধরে।
প্রেম তরঙ্গ
অন্ত: সলিলা হয়ে
ছুটে চলে ।
শব্দ রক্তে
শব্দ প্রেমে
শব্দ তরঙ্গে
আমায় নিয়ে লোফালুফি খেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন