কলকাতায় কবিতা দিবসে 'সপ্তাহ' পত্রিকা । সংস্কৃতি সংবাদ
২১ মার্চ, কলকাতা ।। কলকাতা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ' সপ্তাহ ' র আয়োজনে পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হল ' কবিতা দিবস' । ইউনেস্কোর ঘোষণাক্রমে ১৯৯৯ সাল থেকে প্রতি বছর ২১ মার্চ সারা পৃথিবীতে এই দিবস পালন করা হয় । অনাড়ম্বর এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও সপ্তাহ পত্রিকা সম্পাদক দিলীপ চক্রবর্তী কবিতা দিবসের তাৎপর্য ও সপ্তাহ পত্রিকার আদর্শ ব্যাখ্যা করেন ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ সিংহ, সুকুমার রুজ ও সুতপা ভট্টাচার্য চক্রবর্তীএবং নীলাঞ্জন কুমার । কবি সিদ্ধার্থ সিংহ কবিতা দিবস কেন্দ্রিক নিবন্ধ পাঠ করেন ।সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন রেনেসাঁ পত্রিকা সম্পাদক সুতপা ভট্টাচার্য চক্রবর্তী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন