অপেক্ষার তীরে
মহ মহসিন হাবিব
ছুটে ছুটে পৌছালাম যেদিন
চলমান তরঙ্গ
মানুষের মত কথা বলে।
পরিশ্রমের পাহাড়গুলির
গা বেয়ে ঝরে পড়ে...
নৌকা আসতে দেরি হবে
বালির তটে আঁকি বুকি
খেলায় মেতে ওঠে
একদল সুবোধ বালক বালিকা।
লাল সূর্যটা আস্তে আস্তে ফিকে হয়ে এলো।
👇 👉 Click here for registration...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন