শব্দব্রাউজ- ১০৬৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1068, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৬৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ২.২.২৪ সকাল দশটা
শব্দসূত্র: আয় ঢেউ আয়রে
উঁচু নিচু আগুয়ান
ঢেউ আয় আয়রে
সারাক্ষণ শব্দনগর
শব্দপ্রহর শব্দমুহূর্ত
ভাসা আর ভাসা।
জেগে ঘুমিয়ে শব্দস্বপ্ন
আমার বন্ধু,
আমি আলিঙ্গন করি
চুম্বন করি,স্নেহমত্ত হই।
সে আর ছেড়ে যেতে চায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন