শব্দব্রাউজ- ১০৬৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1067, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৬৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ৩১. ১ .২৪ তারিখ সকাল দশটা চল্লিশ
শব্দসূত্র: নি:শব্দ শব্দের মধ্যে
নি:শব্দ শব্দের মধ্যে
ভাব ভালবাসায়
শরীর গড়ি
কবিতার।
যে বিয়ে করে
যে লালন করে
যে সভ্যতা শেখায় ।
নি:শব্দ শব্দ আমার
ইহকাল পরকাল,
ব্রহ্মান্ড ঘুরে আসি লহমায়
সঙ্গী করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন