বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার তেঘরিয়ায় ।। সংস্কৃতি সংবাদ , Cultural News, Kolkata

মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার তেঘরিয়ায় 

সংস্কৃতি সংবাদ 



নিজস্ব সংবাদদাতা, ২১ ফেব্রুয়ারি, কলকাতা ।। আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন কমিটি স্থানীয় হোলি প্যালেস স্কুলের সভাঘরে এক মহতী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী বলাই চট্টোপাধ্যায় । প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট বুদ্ধিজীবী জিয়াদ আলী বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের মর্মান্তিক ইতিহাস ও পরবর্তী অবস্থান ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক সমাজসেবী দিনেশ মন্ডল, কবি প্রাবন্ধিক সম্পাদক নীলাঞ্জন কুমার , প্রতর্ক্য পত্রিকার সম্পাদক অশোক রায়, প্রাবন্ধিক বিমলেন্দু চক্রবর্তী ,ডা. অমিতাভ ভট্টাচার্য প্রমুখ।

       পরিপূর্ণ সভাঘরে সঙ্গীত নৃত্য আবৃত্তিতে আনন্দ দেয় স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান কমিটির অন্যতম আহ্বায়ক দিলীপ লাহিড়ি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...