পলাশের চিঠি
মহ:মহসিন হাবিব
টক মিষ্টি উঠান
থেকে সদর দরজা
লাল খামে
এলো পলাশের চিঠি
C/O বাসন্তী,
খামে লেখা ---
জীর্ণতা ঘুমিয়ে
আনন্দভূমি ঘরে বাইরে।
কৃষ্ণচূড়া পড়ে
লাল চেলির শাড়ি।
আবিরের বাষ্প
বাতাসকে করে রঙিন।
তবে বেশি দিন না!
সবার মুখে হাসি ফুটিয়ে
ফিরে যায়
বাসন্তীর পলাশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন