রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

ধূসর দৃষ্টি ।। অরিন্দম চট্টোপাধ্যায় ।। কবিতা,Arindam Chattopadhyay

ধূসর দৃষ্টি 

অরিন্দম চট্টোপাধ্যায় 



ধূসর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি

 যদি দেখা হয়

সময় যেন অনন্ত প্রবাহী

একটা উল্টো ঘূর্ণনের প্রত্যাশী

যদি সেই ঋতুকাল  দেখা দেয়

এখনতো বৃক্ষহীন পৃথিবী 

কোথায় কোন ছায়াস্পর্শ  নেই


ধূসর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি

ঐ রাঙাভূমির দিকে

সোনালী রোদ্দুরের খোঁজে

সম্পর্ক বিহীন চল্লিশটা বছরের প্রতীক্ষায়

হৃদয়হীন কত যে নক্ষত্র রাত্রি


ধূসর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি

সীমানাবিহীন পাহাড় পথের দিক

খুঁজে চলেছি একটা নীল উপত্যকা

পরিসীমা বিহীন আকাশ

 ও কোন গহীন অরণ্য রাত্রি


ধূসর দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...