কবিতা // স্পিতি ভ্যালি
অরিন্দম চট্টোপাধ্যায়
তুরীয় অনুভবের ভেতর
রাজপথ থেকে অনেকটা দূরে
ওপরে তাঁবুর মতো সাদা আকাশ
একটা নীল নদী ও অজানা স্রোত
বাঁক নেওয়া রাস্তার ধারে ধারে
অনেকটা হেলানো গাছের মতো...
নীল আকাশ ও শীত শীত শুভ্র সকাল
আর এই শুভ্র সকাল যেন
ছড়ানো প্রজাপতির ডানার মতো রঙিন
অত:পর
ভাঙা ভাঙা কদম গোধূলি ফুটপাত জুড়ে
ক্রমশ আঁধার নামে
ফুটপাতের চায়ের দোকানে
দৃশ্যত জমায়েত কিছু মানুষ
তাদের চোখে হৈমন্তী সন্ধ্যারাত
তাদের বাড়ি জুড়ে কী যেন শিথিলতা
অনেকটা অনাদরে সরে থাকা
কোন এক ঢেউ খেলানো উপত্যকার মতো
# অবশেষে গাঢ অন্ধকার এই শহরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন