শব্দব্রাউজ- ১০৫৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1057, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৫৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৮.১.২৪ তারিখ সকাল ৯টায়।
শব্দসূত্র: শব্দ রিক্সো টেনে চলি
অনেক অপেক্ষার পর
সওয়ারী এলে
শব্দ রিক্সো টেনে চলি
মহাকালের পথে ।
অনেক স্বপ্নের পর
সব নিরবতা যদি
আঁকড়ে ধরে
তখন মহাকাল আমায়
বুকে নেয়।
শব্দ রিক্সো টানতে টানতে
কখন যে শব্দ
আমার বন্ধু হয়ে যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন