শব্দব্রাউজ- ১০৫৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1056, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৫৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৭. ১. ২৪. সকাল এগারটায় ।
সব দোষের সামনে
নিজেকে দাঁড় করিয়ে
দেখলে দেখতে পাবেন
মূলে আপনিই।
যত দোষী আমি
তা আপনি হলেও
দোষের ঝুলি ঠিক
পিঠের আড়ালে রাখবেন।
চাপিয়ে দেওয়া সব দোষ
অন্যের ঘাড়ে,
যেমন চাপায় ধর্মের মানুষ
যেমন চাপায় শাসক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন