শব্দব্রাউজ- ১০৫৩।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1053, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৫৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১৪.১. ২৪. সকাল এগারটা পনের
শব্দসূত্র: জলতরঙ্গ বাজে
জলতরঙ্গ মনে
শব্দ জাগায় ,
আমি ছুঁই সেই
শব্দ
যে ওড়ায় সব দু:খ।
পৃথিবী উর্বর হওয়ার স্বপ্ন
দেখতে দেখতে কবিতা
আমার চোখের সামনে ভেসে ওঠে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন