শব্দব্রাউজ- ১০৪৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1049, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৪৯।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ১১.১.২৪ সকাল আটটা দশ
শব্দসূত্র: আয় তো আমার শব্দ সোনা
শব্দ সোনারা আদর পেয়ে
যখন আমার পিঠে মাথায় কোলে,
তখন ব্যঞ্জনাও আদর খেতে এগিয়ে আসে ।
আমি তাদের সঙ্গে খুনসুটি করে বলি
আয়তো আমার সোনারা ,
ওরা হেসে লুটোপুটি!
শব্দ সোনারা আমায় পেয়ে
যেতে চায় না।
ছেড়ে যাবিনা বল তোরা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন