শব্দব্রাউজ- ১০৪৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1048, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৪৮।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা থেকে ০৯. ১.২০২৪ সকাল ৭ -৫০।
শব্দসূত্র: সব হিসেব নিকেশ করো
সব হিসেব
নিকেশ করতে গিয়ে
ক্রমশ আরও হিসেব
জমে ওঠে।
সব হিসেব নিয়ে
গোটা রাত ভাবতে গিয়ে
নিজেকে হিসেবী গড়ে তুলি।
হিসেব করে কিছু হয় না
হিসেব করে প্রকৃত শব্দ আসে না
তবু বেহিসেবী হওয়ার স্পর্ধা হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন