শব্দব্রাউজ- ১০৪০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1040, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৪০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ১। ১।২৪। সকাল ১১টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: এত সুর এত গান
এত দিন প্রিয় গান
শুনতে শুনতে
বুঝতে পারি এ বাঁচার
সার্থকতা ।
এত দিন প্রিয় গন্ধ
নিতে নিতে
বুঝে ফেলি নির্ভুল
ভালোবাসা ।
এত সুর এত গান
এত গন্ধ এত প্রাণ
আজীবন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন