শব্দব্রাউজ- ১০৩২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1032, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০৩২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২৩। ১২। ২৩। সকাল সাতটা পঞ্চাশ ।
শব্দসূত্র: চিনেছি কখনও? জেনেছি কখনও?
নিজেকে নিজেই
চিনেছি কখনও?
কখনও বুঝেছি
নিজস্ব অভিরুচি?
হেসে উড়িয়ে দিই
দিন প্রতিদিন।
জীবনের প্রতিটি বাঁক
রোমন্থন করি ?
জেনেছি কখনও আমার
একান্ত সত্ত্বা?
একটিই উত্তর আজীবন,
না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন