শব্দব্রাউজ- ১০২২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1022, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০২২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে
১৩। ১২। ২৩। সকাল সাতটা পঞ্চাশ ।
শব্দসূত্র: তারপর লিখি শব্দব্রাউজ
সরে যাওয়া ভুলে যাওয়া
শব্দ খুঁজে টেনে আনি
নিজের কাছে ।
তারপর মন ভরতি শব্দের
সঙ্গে ভাব ভালোবাসা করিয়ে
খুঁজে নিই ব্যঞ্জনা
আর উদ্ধার করি শব্দ সুখ ।
তারপর লিখি শব্দব্রাউজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন