শব্দব্রাউজ- ১০১৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1017, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০১৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ৮।১২। ২৩। সময় ৭টা ৫৫টা ।
শব্দসূত্র: একলা চলো রে
একলা তো চলতেই হবে
না হলে সিদ্ধি হবে
কেন?
ছেড়ে যাওয়া মিশে যাওয়া
যা কিছু লীলা আছে
সব মেনে নিলে
শেষ রাতে সেই একা।
একলা চলার পথ
চলতে চলতে
কিভাবে যে জড়ো হয়
মানুষজন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন