শব্দব্রাউজ- ১০১৪ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1014, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০১৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ৫।১১ । ২৩। সময় সকাল সাড়ে আটটায় ।
শব্দসূত্র: ডুব জলে অনন্ত খুঁজছি
ডুব জলে
ডুব দিতে দিতে
অনন্তের খোঁজাখুঁজির
পাগলামো মাতায় মাতায় ।
অনন্ততো মিশে আছে
আকাশে সমুদ্রে পাহাড়ে
আর একরাশ শব্দের ভিতর ।
শুধু খোঁজা একমাত্র কাজ
হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন