শব্দব্রাউজ- ১০১১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-1011, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ১০১১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে ২। ১২। ২০২৩। সকাল সাতটা পঞ্চাশ ।
শব্দসূত্র: আকাশ ঠিকানাতে চিঠি লিখো
এই বিপুল আকাশ
তার ভেতর
কোন ঠিকানাতে
চিঠি লিখবো?
মেঘ ক্যুরিয়ারে তা ঠিকমতো যাবে?
ঠিকানা দাও আকাশের
কোন পাড়ায়
কোন রাস্তায়
নাকি কোন মেঘদূত
পাঠাবো?
আকাশ ঠিকানা বড় জটিল
আর বিস্ময়ের
সে বিস্ময়ের ঠিকানা
খোঁজা বড্ড প্রহসন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন