রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি ।। মিষ্টিবৃষ্টি, Mistibristi

কবিতা

তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি

মিষ্টিবৃষ্টি



তোমার অনুবাদ । তুমি ।

টুকরো কাগজ উড়ে গেছো  

ওতে রক্তাক্ষর ছিলো, হৃদ্ 

মানচিত্র পড়তে পারো নি ?

নিষেধ, ওয়ার্নিং রেড লাইট,

প্রত্যেক মোড়ে ব্যুহভেদ, নাদান অভিমন্যু আঠারো --

বেকার গেছে সমস্ত ম্যাপ-পয়েন্টিং, ভূগোলের ক্লাস, পড়া না-পারার বেত,

ক্ষতচিহ্ন শুষে-নেওয়া ঠোঁট, নির্জন রোদ,

হঠাৎই পায়রা উড়ে যাওয়া ..

সহস্র ডানার শব্দ ছারখার বুকের ভেতর --

হঠাৎ কৈশোর শেষ ।

ডিউস্ বল, ভুলভাল মাঠ, তারপর ..


.. তুমি বুদ্ধ, তুমি যুদ্ধভূমি ।।

                            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...