রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

'কভার পেজ' এর সাম্প্রতিক সংখ্যা প্রকাশ ।। সাংস্কৃতিক সংবাদ, Kolkata

'কভার পেজ' এর সাম্প্রতিক সংখ্যা প্রকাশ 



নিজস্ব সংবাদদাতা: ২৩ ডিসেম্বর শনিবার কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের দ্বিতলে আড্ডার টেবিলে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হল নদিয়ার অন্যতম লিটল ম্যাগাজিন ' কভার পেজ'  এর সাম্প্রতিক সংখ্যা ও সেই সঙ্গে কবি প্রাবন্ধিক ও অনুবাদক পঙ্কজকুমার চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি কাব্যগ্রন্থ 'My Buqula ' র প্রদর্শন করেন শ্রদ্ধেয় কবি প্রাবন্ধিক সম্পাদক ও সঙ্গীতজ্ঞ নীলাঞ্জন কুমার । অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির প্রবাসী কবি গৌতম দাশগুপ্ত, সুদূর কম্বোডিয়া নিবাসী চিত্রশিল্পী তুলি,  এছাড়া কবি কমল তরফদার,  অজয় নাগ,  অজিত মন্ডল, সুভাষচন্দ্র ঘোষ,   কেতকী বসু,  মৃণাল কান্তি সাহা,  শিব শংকর ঘোষ,  প্রবীর বন্দ্যোপাধ্যায়,  শঙ্কর তালুকদার সহ কভার পেজ পত্রিকার সম্পাদক মনোরঞ্জন সরকার ও পঙ্কজকুমার চট্টোপাধ্যায় প্রমুখ ।

           কভার পেজ পত্রিকার সবচেয়ে বড় আকর্ষণ তা বিনামূল্যে বিতরণ করা হয়।  এছাড়া প্রচ্ছদ চিত্তাকর্ষক।  তাছাড়া পঙ্কজকুমার চট্টোপাধ্যায়ের লেখার গুণে কাব্যগ্রন্থটি উপস্থিত ব্যক্তিদের আকর্ষণ করে । তাঁরা কভার পেজ এর সম্পাদক ও কবি পঙ্কজকুমার চট্টোপাধ্যায়কে সাধুবাদ জানান ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...