রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কবিতা ।। গুড়ের মুড়কি ।। চিরঞ্জিত ভাণ্ডারী, Chiranjit Bhandari

 কবিতা 

গুড়ের মুড়কি

চিরঞ্জিত ভাণ্ডারী



লাল কিংবা সাদা সে যাই হোক

শালুক ফুটলে

আঘণের ইঁদুরেের মতো মেতে উঠত

আমার কিশোর বেলা।


সাঁতার দিতে দিতে প্রতিদিন চোখ রাখি

অপেক্ষার শেষ চাঁদের নাম পূর্ণিমা

তুলে আনি ঘরে

ভালো করে ছাড়িয়ে

শুকায় দু চারটা রোদ্দুরে।


তর সইতোনা 

কখন হাতে পাব কখন হাতে পাব

তাড়া করে বেড়াত বিমুগ্ধ নেশায়।


মা,হলার তপ্ত বালিতে কুঁচি বুলোতেই যেন

টগর ফুলের মেলা।


আহা কত সাদের ভেঁটকনার খৈ

পরিতৃপ্তির গুড়ের মুড়কি 

মুখে তুলতেই ওমের প্রসাদ। 


এমন সোনালি দিন আর কি পাব ফিরে

সেই ভেঁটকনা তুলতে নামা ভাইয়ে ভাইয়ে প্রীতি সম্ভাষণ

চোখ খুলতেই দেখি

উঠোন ভেঙে চৌচির 

এখন সুখের নাম অসুখ ভরছি কেবলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...