কবিতা ।। আইনের ছেলেখেলা
শিব শংকর ঘোষ
শুধু ছোট ছোট নক্ষত্রকে দেখছ ?
গ্রহরাজ বাদ যাচ্ছে কেন ?
মাকড়সার জাল থেকে কবে যে
ধেড়ে মাকড়সাটিকে ধরবে
সেই অপেক্ষায় সময় চলে বহে
ঢের হয়েছে আইনের সলতে পাকানো
বিশ্বাস এখন তলানিতে
আইন ভাঙুক অজস্র বিক্ষোভ
সে বিক্ষোভে ধুয়ে মুছে যাক
আইনের ঘরে যতো অন্ধকার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন