শব্দব্রাউজ- ৯৯৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-998, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৯৯৮।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা থেকে
১৯। ১১। ২৩। দুপুর ১টা ৪৫ মিনিট
শব্দসূত্র: জড়িয়ে আছি শব্দব্রহ্মে
শব্দব্রহ্মে জড়িয়ে
তোফা আরামে ।
শব্দকে বলি
আয় ছুঁই তাকে ।
শব্দ চকমকি ঠুঁকে
আগুন জ্বালালে
কবিতায় ছুঁয়ে
মন।
শব্দ শব্দ শব্দ
নিয়ে অষ্টপ্রহর ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন