খুঁজে বেড়াই
সঞ্জয় ব্যানার্জী
স্মৃতির শহর খুঁজে বেড়াই
আমার শহর,কোলকাতাকে।
ধীর গতিতে চলে ট্রাম
টুং টুং ঘন্টি বাজিয়ে।
স্মৃতির শহরে খুঁজে বেড়াই আমি
ভীমনাগ,গাঙ্গুরাম,দারিক ঘোষের মিষ্টি।
খুঁজে বেড়াই আমি কলেজস্ট্রিটে
পুরানো বইয়ের সাথে
কবি ও লেখকের সৃষ্টি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন