বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ফুরিয়ে যাওয়ার আগে ।। পঙ্কজকুমার চট্টোপাধ্যায় ,Poetry

 ফুরিয়ে যাওয়ার আগে

পঙ্কজকুমার চট্টোপাধ্যায় 



যে কবিতা লিখবো ভেবেছি

তার শব্দগুলি অভিধানের পাতা থেকে

চলে গেছে হামাসের হাতে

ভূমির নিরাপদ জরায়ুতে

ওপরে হাসপাতালে নিরাপত্তা নেই

নবজাত শিশুর অকেজো ইনকিউবেটর

তার ওপরে ড্রোনের শকুনি চোখ


শ্মশানের নিরাপত্তায় বেঁচে আছে কিছু প্রাণ

নিঃস্বর পাখি হওয়ার অপেক্ষায়


আমিও অপেক্ষায় আছি

কবে অস্ত্র বিকিকিনির ফায়দার চূড়ান্ত হিসেব হবে


যুগান্তরের মতো সাময়িক শান্তি আসবে

ভূমির জরায়ু থেকে গর্ভপাত হয়ে আমার কাঙ্খিত শব্দগুলি

ফিরে আসবে আমার টেবিলে

রক্তাক্ত শব্দগুলি কর্কশ গলায় আমাকে শাসাবেঃ

কই লিখবে না কবিতা?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...