নিজস্ব সংবাদদাতা: গতকাল ১৯নভেম্বর কলকাতার কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল সভাঘরে নীলাক্ষর পত্রিকার সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হল । সুন্দর এই অনুষ্ঠানে নীলাক্ষর পত্রিকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় সত্তর দশকের তিন বিশিষ্ট কবি যথাক্রমে মৃদুল দাশগুপ্ত, সুব্রত সরকার ও অজয় নাগ কে ।
অনুষ্ঠানের প্রধান ছিল আলোচনা ও কবিতা পাঠ । পথ প্রদর্শক কবি আলোক সরকার নিয়ে আলোচনা করেন যথাক্রমে শমিত মন্ডল, সৌমিত বসু, তাপস রায়, দেবজ্যোতি রায় । এছাড়া ' নতুন দিশার কবিতা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন যথাক্রমে ঋত্বিক ঠাকুর, নীলাঞ্জন কুমার, সমুদ্র বিশ্বাস সুবক্তা ও
বিশিষ্ট কবিবৃন্দ ।
কবিতাপাঠে অংশ নেন দেবাশিস চন্দ, রণজিৎ হালদার, দেবব্রত দে, রথীন কর, রথীন সান্যাল, অরূপ চৌধুরী, হরিৎ বন্দ্যোপাধ্যায়, গৌতম ব্রহ্মর্ষি, ফটিক চৌধুরী, দীপঙ্কর সরকার, নৃপেন চক্রবর্তী, চিরপ্রশান্ত বাকচি, প্রবীর বন্দ্যোপাধ্যায়, কুশল মৈত্র, সুধাংশু রঞ্জন সাহা, খগেশ্বর দাস, সোমা মুখোপাধ্যায়,
বিষ্ণুপদ বালা ও পঙ্কজ মন্ডল । জীবনানন্দের কবিতা নিজের সুরে সঙ্গীত পরিবেশন করেন বিষ্ণুপদ বালা, সমগ্র অনুষ্ঠান সুচারু ভাবে সঞ্চালনা করেন সোমা মুখোপাধ্যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন