মধ্যবর্তী পত্রিকার কবিতার আড্ডা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গতকাল ২৬ নভেম্বর বিকেলে কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের ত্রিতলে সি গুহ মেমোরিয়াল গ্যালারিতে ( বই- চিত্র সভাঘরে) অনুষ্ঠিত হল ' মধ্যবর্তী ' পত্রিকার কবিতা আড্ডা । আড্ডার প্রারম্ভে আহ্বায়ক কবি বিমান মৈত্র মধ্যবর্তী পত্রিকার উদ্দেশ্য ও আদর্শ ব্যাখ্যা করেন । পত্রিকা সম্পাদক বিশ্বরূপ দে সরকার তাঁর দীর্ঘ বক্তব্যতে বাংলা কবিতার গতিপথ ও তার নতুন চিন্তাধারা ও ভবিষ্যতের কবিতা প্রসঙ্গে জোর দেন । তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে জানান বর্তমান যাঁদের উপেক্ষা করে ভবিষ্যৎ তাদের বুকে তুলে নেয় ও ধীরে ধীরে সঠিক মূল্যায়ন পায় । কবি অপূর্ব সাহা পরবর্তী বক্তব্যতে সম্পাদকের কথার সুরের পুনরাবৃত্তি ঘটান ।
আড্ডাতে বিশেষ আকর্ষণ ছিল কবিদের কবিতা পাঠ । পাঠে অংশ নেন পল্লব বরন পাল, নন্দিতা সেন বন্দোপাধ্যায়, নীলিমা সরকার, কমল তরফদার, দেবাশিস লাহা কেতকী বসু, নীলিমা সরকার, সোমনাথ মুখার্জি, ত্রিদিবেশ দে, রথীন সান্যাল, কুশল মৈত্র , বন্দিশ ঘোষ, সুমিত বসু, সঞ্জয় মুখার্জি, দেবশ্রী দে, অরিন্দম চট্টোপাধ্যায়, কানাইলাল জানা, বিমল রায়, মৃন্ময় ভৌমিক, অপূর্ব সাহা, কৌশিক চক্রবর্তী, বিমান মৈত্র, নীলম সামন্ত ও নীলাঞ্জন কুমার । অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি নীলাঞ্জন কুমার, কৌশিক চক্রবর্তী ও নীলম সামন্ত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন