অদৃশ্য দশভুজ
অজয় বিশ্বাস
কারও কারও হাত থাকে অদৃশ্য
গভীর জলে মুক্তোর খোঁজে
যে মাছ আছে ডুবুরির ভূমিকায়
তাকে আমরা পারি না চিনতে
কিন্তু তার কাজকে করতে পারি
অনুভব
এভাবেই নিজেকে বিলিয়ে দিয়ে
তার খুশি ওঠে ফুটে
নক্ষত্র দেশের রাজধানীতে
মানুষের দুটি হাত আছে জানি
তবে সময়কালে হতে পারে
দশভুজ
তেঘরিয়ার বাতাসে এখন
ভাসছে সেই ছবি
যদি হৃদয়কে রাখি পেতে
পাঁজরে বাজবে সেই সুর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন