কিছু কথা, কিছু অভিমান
শ্যামলকান্তি মজুমদার
এক
তোমার নিঃসঙ্গ চোখে কী লিখছে নিশুতি?
টুকরো টুকরো সংলাপ ছুঁয়ে মন এলোমেলো।
কোনো কথাই যেন জোড় বাঁধছে না
বর্ণ-বিভ্রমের মধ্যে আকুলি বিকুলি অন্তর!
দুই
গোটা মনটাই খুলে ধরেছি ভোরের রোদ্দুরে
হয়তো অভিমানটুকু ঝরে পড়লো একটু
হাওয়া লেগে ---
ঘুলঘুলিতে মুখ লুকোলো কোনো স্বপ্ন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন